একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করা হল নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরে। সেই সময় বেশ কয়েকজন মহিলা এবং শিশুদের অপহরণও করা হয়েছে। জানা গিয়েছে, ভুক্তভোগীরা বেশিরভাগই পর্যটক ছিলেন। রাতে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে আগুন দেওয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ নেয়নি। এই হামলার বিষয়ে বোর্নো প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুররহমান বুন্দি বলেন, ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct