বিশ্বজুড়ে আতঙ্ক এখন করোনা ভাইরাস। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্কতা জারি করেছে। কারণ যত দিন যাচ্ছে ততই মৃতের পাহাড় জমছে। আর দিশাহারা চিকিৎসকরা। করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে বিজ্ঞানীরা দিনরাত কসরত করলেও সমাধান পাচ্ছেননা। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস সংক্রমণ দূরীকরণে নতুন দাওয়াই আবিষ্কার করলেন। ট্রাম্প চিনকে অভয় দিয়ে বলেছেন, কোনো চিন্তার কারণ নেই। গ্রীষ্মকাল এলেই পালিয়ে যাবে করোনা ভাইরাস।
সোমবার হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে বৈঠক করছিলেন। সে সময় ট্রাম্প তাদেরকে জানান, চলতি সপ্তাহে তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোনে আশ্বস্ত করেছেন, ভয়ের কারণ নেই, গ্রীষ্মকাল এলেই করোনা ভাইরাস নিজের থেকেই বিদায় নেবে।
একজন বিজ্ঞানীর মতো মার্কিন প্রেসিডেন্ট ও বলেন, তাপ এ ধরনের মারাত্মক ভাইরাস মেরে ফেলতে সক্ষম। তাই চিন্তার কারণ নেই।
এর আগে ট্রাম্প ট্যুইটে দাবি করেছিলেন এপ্রিল মাসের দিকে গরম পড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলে যাবে। এবার সেই কথারই পুনরাবৃত্তি করলেন সোমবার।
টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ কিংবা ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার ট্রাম্পের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে ট্রাম্পের এই দাবির কথা ফলাও করে তুলে ধরেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের ইউহান শহর থেকে করোনা ভাইরাসে উৎপত্তি। আর তাতে এ পর্যন্ত হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।