জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশের ফের লাঠি চালানোর বিরুদ্ধে গর্জে উঠল মধ্য কলকাতা। তবে শুধু জামিয়ার পুলিশি বর্বরতা নয়, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করারও দাবি জানানো হল। সে সঙ্গে প্রতিবাদ মিছিলে দিল্লিতে বিজেপিকে পরাস্ত করার জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ জানানো হল। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল ও সভার ডাক দিয়েছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। তার ডাকে সাড়া দিয়ে শুধু মুসলিমরা নয় অনেক অমুসলিমকেও দেখা যায় মিছিলে।
বেলা দেড়টা নাগাদ টিপু সুলতান মসজিদের পাশে ও স্টেটসম্যান হাউজের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত একটি মিছিল করে যান কামরুজ্জামানরা।
জামিয়ার ছাত্রদের উপরে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করার জন্য অরবিন্দ কেজরিওয়াল কে ধন্যবাদ জ্ঞাপন, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি সহ নানা বিষয় তুলে ধরা হয় ওই পদযাত্রায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদ জানানো নানা প্ল্যাকার্ড। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জামিয়ার ছাত্রদেশর প্রতি সংহতি প্রকাশ করেন। উল্লেখ যোগ্যসংখ্যক মানুষ এতে যোগ দেন যে চোখে পড়ার মতো। এই মিছিলকে কেন্দ্র করে কিছু সময় যানজটের সৃষ্টি হয় ধর্মতলা চত্ত্বরে। এদিন কামরুজ্জামানের সঙ্গে ছিলেন শিখ সমাজকর্মী সুখনন্দন সিংহ আহলুওয়ালিয়া, মাওলানা আনওয়ার হুসেন কাসেমী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct