দিল্লি বিধানসভার ঘণ্টা বাজবার পর রাজধানী জুড়ে নির্বাচনী প্রচার ছিল মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে। বিজেপি ঢাল করেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদীদেরকে নিয়ে। জামিয়া ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশের নির্মম লাঠি চালনা ও গুলি দেশজুড়ে শিক্ষার্থীদের প্রভাবিত করে। তারা প্রতিবাদে গর্জে ওঠে। অন্যদিকে, কনকনে ঠান্ডায় শাহীনবাগে আদলে দেশের বিভিন্ন জায়গায় সিএএ বিরোধী আন্দোলন প্রসারিত হয়। বিতর্ক উস্কে দেয়, প্রধানমন্ত্রী মোদির মন্তব্য। তিনি বলেছিলেন পোশাক দেখে চেনা যায় করা সিএএ বিরোধী আন্দোলন করছে। মুসলিমদের নিশানা করে সেই মন্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে। বিজেপি প্রাণপণ চেষ্টা চালায় দিল্লি বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ করতে। তাই, আপ জিতলে শাহীনবাগ হযে যাবে দিল্লি এমন প্রচার চালানো হয়। কিন্তু সে সব কিছু কাজে লাগলো না। বরং, দিল্লি বিধানসভায় বেড়ে গেল মুসলিম বিধায়কের সংখ্যা। যে সাম্প্রদায়িক মেরুকরণ করে বিজেপি ফায়দা লুঠতে চেয়েছিল সেটাই কাল হল। আপের দিকেই পুরো ঝুঁকে গেল সংখ্যালঘু ভোট। কংগ্রেসের ভোট ব্যাংক আপের ভোট ব্যাংকে পরিণত হল। ফলে কংগ্রেসকে শূন্য হাতে থাকতে হল।
গত বিধানসভা নির্বাচনে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় জিতেছিলেন চারজন বিধায়ক। তারা সবাই ছিলেন আপের। এবার আপের মাইম বিধায়ক সংখ্যা পাঁচ। গতবারের বিজেপি বিধায়কের একটি আসন আসন ছিনিয়ে নেওয়ায় আপের মুসলিম বিধায়কের সংখ্যা বেড়ে গেল।
এবার যে পাঁচ জন মুসলিম বিধায়ক দিল্লি বিধানসভায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, ইমরান হোসেন, শোয়াইব ইকবাল, হাজী ইউনুস, আমানুল্লাহ খান ও আবদুল রেহমান। এদের মধ্যে নতুন মুখ তিনজন শোয়াইব ইকবাল, হাজী ইউনুস ও আবদুল রেহমান।
আপ বিধায়ক ইমরান হোসেন বালিমারান কেন্দ্র থেকে ফের জয়ী হয়েছে। মার্জিন গতবারের থেকে একটু বেশি।
আর এবার ফের জিতেছেন ওখলার বিধায়ক আমানুল্লাহ খান। তিনিও পুরনো মার্জিন ধরে রাখতে সক্ষম হয়েছেন।
আপ প্রার্থী পরিবর্তন করেছিল কয়েক জায়গায়। তাতে ভাল ফল হয়েছে।সব জায়গাতেই বিপুল মার্জিন জয় এসেছে। আপ
মাটিয়া মহল কেন্দ্রে গতবারের বিধায়ক আসিম আহমেদ খানের বদলে প্রার্থী করেছিল শোয়াইব ইকবালকে। তিনি গতবারের ২৫ হাজারের মার্জিন দ্বিগুন করে জিতেছেন। সিলামপুরে মুহাম্মদ ইশরাকের বদলে আপ প্রার্থী করেছিল আবদুল রেহমানকে। তিনিও বিপুল ভোটে জিতেছেন। আর মোস্তাফাবাদ কেন্দ্রে গতবারের বিজয়ী বিজেপি বিধায়ক জগদীশ প্রধানকে হারিয়ে দিয়ে আসনটি ছিনিয়ে নিয়েছে আপের হাজী ইউনুস। গতবার জগদীশ প্রধান জিতেছিলেন ৬০৩১ ভোটে। এবার তাকে প্রায় তিনগুণ বেশি ভোটে হারতে হল আপের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct