করোনা ভাইরাসের প্রকোপ মৃত্যু মিছিল ক্রমশ বেড়ে চলেছে চিনে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার। চিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সব রেকর্ড ভেঙে গেছে সোমবার। এদিন করোনা ভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে যা একদিনে রেকর্ড। ওই মন্ত্রক আরো জানিয়েছে, এ পর্যন্ত ১০১৬ জন মারা গেছে। নতুন করে ২৪৭৮ জনের দেহে করোনা ভাইরাস থাবা মেরেছে। এ নিয়ে চিনে মোট ৪২৬৩৮ জন আক্রান্ত হল। এর মধ্যে শুধু হুবেই প্রদেশে ১০৬ জনের মৃত্যু হয়েছে আর ইউহান শহরে ৬৭ জনের।
অন্যদিকে, করোনা ভাইরাসের কথা যে ডাক্তার প্রথম বলেছিলেন তার মৃত্যুর পর নানা নতুন তথ্য সামনে আসছে। ডাক্তার লি ওয়েনলিয়াংকে পুলিশ হুমকি দিয়েছিল, যদি তিনি করোনা ভাইরাস সম্পর্কে আরো কাউকে জানান তবে তাকে শাস্তি দেওয়া হবে। যদিও শাস্তি দেওয়ার আগে চিরবিদায় নিয়েছেন ওই চিকিৎসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct