নব বধুর পরনে থাকা শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা মনে হয়ে খুবই বিরল। সম্প্রতি এমন ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসসান শহর সংলগ্ন একটি গ্রামে। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কর্ণাটকের হাসসান শহর সংলগ্ন একটি গ্রাম বাস করেন অভিযুক্ত পাত্র বিএন রঘুকুমার ও পাত্রী বি আর সঙ্গীতা। এক বছর আগে স্থানীয় ওই যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে বাড়ির লোকের সঙ্গে কথা বলে সংগীতার সঙ্গে বিয়ের দিন ঠিক করে রঘুকুমার। তারপর সব পরিকল্পনা মতোই এগোচ্ছিল। কিন্তু, বাদ সাধল নিয়তি! গত বুধবার, বিয়ের আগের দিন লোকাচারের একটি অনুষ্ঠানে কনের পরনে থাকা শাড়ি পছন্দ হয়নি রঘুকুমারের বাবা-মার। তাই সঙ্গীতাকে ওই শাড়িটি পরিবর্তন করতে বলেন তারা। কিন্তু, তা মানতে চাননি ওই যুবতী। বিষয়টি নিয়ে পাত্রীর পরিবারের সঙ্গে তুমুল গন্ডগোল হয় পাত্রের বাবা-মা ও অন্য আত্মীয়দের। তাতেও সমস্যার কোনও সমাধান হয়নি। বিষয়টি তখনকার মতো হজম করে নিলেও বাড়ি ফিরে রঘুকুমারকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। বলেন, কোনওভাবেই সঙ্গীতার সঙ্গে তার বিয়ে তারা মেনে নেবেন না। বাড়ির লোকের মুখে এই কথা শুনে বিয়ের দিন সকালে বাড়ি থেকে পালিয়ে যান বর।