করোনা ভাইরাসের নতুন নাম ঘোষণা করেছে চীন। এবার থেকে এ ভাইরাসটিকে ‘নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া’কিংবা এনসিপি নামে ডাকা হবে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন নাম ঘোষণা করে। এদিকে করোনা ভাইরাসের কারণে এদিন আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯০০-র বেশি দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর থেকে এই ভাইরাসকে অনেকেই শহরটির নামে ডাকা শুরু করেছে। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হচ্ছিল। ফলে সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া’রাখা হয়েছে।
ইসলাম বিরুদ্ধ, তাই পাকিস্তানে 'নো ভ্যালেন্টাইন ডে’পালন হবে ‘বোন দিবস'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct