বিশ্ব ফুটবলে পরিচিত নাম নেইমার। আর পরিচিত ক্লাব বার্সেলোনা। নেইমার ২০ কোটি পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমানোর পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। বার্সেলোনার বিরুদ্ধে অবশেষে মামলা করে বসলেন নেইমার।
ফরাসি ক্লাবটিতে পাড়ি জমানোর মাস দশেক আগে ২০১৬ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি পুনর্নবীকরণ করেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দাবি, চুক্তি অনুসারে বার্সেলোনা ক্লাবের কাছে ২ কোটি ৩০ লাখ পাউন্ড পাওয়ার কথা তার। যদিও বার্সেলোনার দাবি, চুক্তির শর্ত ভঙ্গ করায় বরং নেইমারের কাছেই চুক্তি নবীকরণের প্রথমাংশ থেকে বোনাস এবং ৮০ কোটি পাউন্ড ক্ষতিপূরণসহ মোট ছয় কোটি ৫০ লাখ পাউন্ড পাবে তারা।গত আগস্টে নেইমার পিএসজি ক্লাবে চলে যাবার সিদ্ধান্ত নেয়ার পর দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ব্রাজিলিয়ান তারকা ফরাসি দলটিতে যাবেন জানতে পেরে দ্বিতীয়াংশের বোনাস দিতে অস্বীকার করে বার্সেলোনা। ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ এর দাবি, নেইমার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলায় চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। তাই কোনো বোনাস পাবেন না। তবে মামলায় নেইমার জিতে গেলে চার বছরে তার জন্য বার্সেলোনার খরচ বেড়ে দাঁড়াবে প্রায় ২৩ কোটি ইউরোতে।
যদিও পিএসজিতেযোগ দিয়ে দুর্দান্ত খেলছেন নেইমার। তবে এডিসন কাভানি, কোচ উনাই এমেরির সঙ্গে দ্বন্দ্ব এবং ফরাসি লিগের নিম্নমান নিয়ে হতাশা ইত্যাদির কারণে ইতোমধ্যে গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা জোরদার হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct