ইংল্যান্ডের একদিনের ক্রিকেট দল বেড়েই চলেছে মুসলিম ক্রিকেটারদের সংখ্যা। আগে ছিলেন শুধুমাত্র মঈন আলি। গাল ভর্তি দাড়ি নিয়ে পাশ্চাত্যের আধুনিক ক্রিকেট দল ইংল্যান্ডের হয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন। এবার সেই তালিকায় যোগ হল আরো দুই মুসলিম ক্রিকেটার।
তারা হলেন সাকিব মাহমুদ ও আদিল রশিদ। রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে যে ক্রিকেট দল এদিন খেলতে নামে তাতে রয়েছেন তিন মুসলিম ক্রিকেটার মঈন আলি, সাকিব মাহমুদ ও আদিল রশিদ। ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ। সাকিব মাহমুদের এদিনই অভিষেক হয় একদিনের ক্রিকেটে। এই প্রথম ইংলিশ ক্রিকেটের ইতিহাসে একসঙ্গে তিনজন মুসলিম খেলোয়াড় খেলেছেন। এই তিনজনের জন্ম : মঈন আলির বার্মিংহামে, আদিল রশিদ ব্রাডফোর্ডে আর সাকিব মাহমুদ জন্মেছেন বার্মিংহামে। তবে তিনি বড় হয়েছেন ল্যাঙ্কাশায়ারের রোচডেলেতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে দুই উইকেটে বিজয়ী হয়েছে ইংল্যান্ড। এর ফলে ম্যাচে ১-১ সমতা ফিরেছে। রোববারে দলের জয়ে ওই তিন মুসলিম খেলোয়াড়ের বড় ভূমিকা ছিল। প্রোটিয়ারা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কোর করে ৭ উইকেটে ২৫৬ রান। ইংল্যান্ডের পক্ষে বোলিং শুরু করেন পেসার সাকিব মাহমুদ। ৫ ওভার বল করে ১৭ রান দিয়ে তিনি একটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার রেজা হ্যান্ড্রিকসকে আউট করেন।। এর আগে গত বিশ্বকাপে এক সঙ্গে খেলেছিলেন ইংল্যান্ডের স্পিন বোলার মঈন আলী ও আদিল রশিদ। এদিন ফের দুজন একসঙ্গে খেললেন। তারা দু’জনেই ১০ ওভার করে বল করেন। এর মধ্যে ৪২ রান দিয়ে এক উইকেট নেন মঈন। অন্যদিকে আদিল রশিদ ৫১ রান দিয়ে নাম ৩ উইকেট।
ম্যাচের ৪৪ তম ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে জিতে যায় ইংল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct