হাম কাগজ নেহি দেখায়েঙ্গে এই স্লোগান এখন ভাইরাল। সেই স্লোগানকেই ঢাল করলেন হায়দারাবাদের মিম সাংসদ মাওলানা আসাদউদ্দিন ওয়াইসি। মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি অন্ধ্রপ্রদেশের কুরনাল শহরে এক জনসভায় বললেন, গুলি খেয়ে মরব তাও ভালো, কিন্তু কাগজ দেখাবো না। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়ে ওয়াইসি তামাম ভারতবাসীকে এই বিল প্রত্যাখ্যান করার আহবান জানান। যিনি অভিযোগ করেন, এই বিল মুসলিম বিরোধী। আর তাই এটি সংবিধান বিরোধী। এর রূপকার নরেন্দ্র মোদি ও অমিত শাহকে এর মাধ্যমেই সাম্প্রদায়িক মান হবে স্পষ্ট করেছেন।
তাই হুঙ্কার দিয়ে ওয়াইসি বলেন, গুলি খেলেও কাগজ দেখাব না। এ দেশ ছাড়বো না। গুলি মরতে রাজি, দেশ ছাড়তে নয়। কারণ হৃদয়জুড়ে রয়েছে ভারত। সেটাকেই আঁকড়ে থাকবো।
তার অভিযোগ, এখন যারাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করছে, নিন্দা করছে, প্রতিবাদ করছে তাদেরকে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহী তকমা দিচ্ছেন। আর কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর গুলি করে মারার নিদান দিচ্ছেন।
এ ব্যাপারে অনুরাগ ঠাকুরের উদ্দেশ্যে ওয়াইসি আহ্বান জানান, এই ভারতের মাটিতে যেখানে খুশি নিয়ে গিয়ে গুলি করুন গুলি খেতে প্রস্তুত। ভয় করব না। গুলি খেয়ে মরলেও কাগজ দেখাবো না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct