জাপানের ইউকোহমা বন্দরে প্রায় ৩৭০০যাত্রী নিয়ে গত ২০ জানুয়ারি থেকে নোঙ্গর করে আছে বিলাসবহুল যাত্রী জাহাজ ডায়মন্ড প্রিন্সেস। কারণে। হংকং থেকে আসা এই জাহাজে ভাইরাসের আতঙ্কে তাদেরকে নামতে দেওয়া হয়নি। পর্যটকদের পরীক্ষা করা হচ্ছে জাহাজের মধ্যে। ভাইরাস নিরোধক পোশাক পরে পরীক্ষা চলছে। এর মধ্যে অনেকের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা বলেও আতঙ্ক কাটছে না। ওই জাহাজে বহু ভারতীয় আছেন। ক্রু থেকে শুরু করে সেফ অনেকেই আছেন। ওই জাহাজের প্রধান সেফ উত্তরবঙ্গের বিনয় কুমার সরকার। এক ভিডিওতে হিন্দিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান, তাদেরকে করোনা আক্রান্ত নিয়ে পরীক্ষা করা হচ্ছে না। তাদের যেন অবিলম্বে উদ্ধার করার ব্যবস্থা করা হোক আর দেশে ফেরানো হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct