করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এখনো এই মারণ ভাইরাসের ওষুধ সামনে আসেনি। সবাই যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে বিভোর তখন মুশকিল আসানে নামলেন স্বঘোষিত ধর্মগুরু। ওই ধর্মগুরু দাবি করলেন, যারাই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তারা তার নাম স্মরণ করলেই রোগ মুক্তি হবে। নিত্যানন্দ নামে ওই ধর্মগুরু ইকুয়েডরে একটি দ্বীপ কিনে ‘কৈলাস’ নামে 'দেশ' গঠনের ঘোষনা দিয়েছিলেন। সেই ধর্মগুরু একটা ভিডিও সোশ্যাল পোস্ট করে দাবি করেছেন, তার নামের মন্ত্র জপ করলেই ভাইরাসের সংক্রমণ পুরোপুরি নির্মূল হয়ে যাবে। কীভাবে নাম জপ করতে হবে সেটাকে দেখিয়ে দেওয়া হয়েছে ওই ভিডিওতে। সেই ভিডিও স্বভাবতই ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, নিত্যানন্দ নিজেকে ভগবানের অবতার বলে মনে
দাবি করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় তাকে দেশ ছেড়ে পালাতে হয়। ভারত থেকে পালিয়ে গিয়ে ইকুয়েডরে আশ্রয় নিয়েছেন। ধর্ষনের অভিযোগে তার নামে ‘ব্লু কর্নার’ নোটিশ জারি করেছে ইন্টারপোল।