ম্যাচ ফিক্সিং করার অপরাধে পাকিস্তানের নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।তার বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের জেল হয়েছে। ২০১৮ সালে দুবাইয়ে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমির ম্যাচে সতীর্থ ক্রিকেটারদের ফিক্সিং করতে অনুপ্রাণিত করেছিলেন নাসির। আর সেই কারণে জুয়াড়ির কাছ থেকে তিনি টাকা নেন বলে অভিযোগ প্রমাণ হয়েছে। ২০১৬ সালে বিপিএলেও স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন নাসির। তবে শেষ পর্যন্ত জুয়াড়ির থেকে টাকা নিতে পারেননি। নাসির প্রথমে অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু নিজেকে নির্দোষ বলে প্রমাণও করতে পারেননি। ফলে আদালত তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct