সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে কথা বলায় বাপ্পাদিত্য সরকার নামের এক যুবককে থানায় নিয়ে গিয়ে পুলিশে হাতে তুলে দিলেন রোহিত সিং নামের এক উবের চালক। যদিও রোহিতের এমন আচরণ মোটেও মেনে নিতে পারেনি অ্যাপ ক্যাব সংস্থা উবের। এ ঘটনায় তারা ৩৫ বছর বয়সী রোহিত সিং গৌরকে ৭২ ঘণ্টার জন্য বহিষ্কার করেছে। যদিও নিজের কর্মের জন্য অনুতপ্ত নন গৌর। তিনি বলেছেন, তার কোনো যাত্রী একই কাজ করলে তাকেও পুলিশে দেবেন।ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। জুহু থেকে বাপ্পাদিত্যকে গাড়িতে তোলেন গৌর। গাড়িতে বসেই ফোনে সিএএ-র বিরোধীতা করে কারও সাথে কথা বলছিলেন বাপ্পাদিত্য। গৌর গোপনে জয়পুরের কবি বাপ্পাদিত্যের যাবতীয় কথপোকথন ফোনে রেকর্ড করেন।পরে মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশের হাতে বাপ্পাদিত্যকে তুলে দেন তিনি। যদিও কয়েক ঘণ্টা পর বাপ্পাদিত্যকে একজন আন্দোলনকর্মী এসে ছাড়িয়ে নিয়ে যান। এই ঘটনা নিয়ে তদন্ত করছে উবের। তারা ক্ষমা চেয়ে বাপ্পাদিত্যর কাছে। অন্য যাত্রীরা যাতে এ ধরনের ভোগান্তিতে না পড়ে সে জন্য তারা গৌরকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে। সিএএ প্রতিবাদীদের এহেন শাস্তি দেওয়ায় এদিন রোহিতকে সংবর্ধনা জানিয়েছে বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct