রাজ্যসভা চেয়ারপারসন ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের একটি শব্দ মুছে ফেলেছেন। মোদি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর ভাষণ নিয়ে বক্তৃতায় দেওয়ার সময় ওই শব্দটি ব্যবহার করেন।তিনি নাগরিকপঞ্জি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ঝুট (মিথ্যা) ছড়ানোর অভিযোগ আনেন। 'ঝুট' শব্দটি তার বক্তৃতা থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্যসভার সচিবালয় এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২০ থেকে ৬.৩০ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তৃতায় কিছু অংশ বাদ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct