টেস্টে এই মুহূর্তে র্যা ঙ্কিংয়ের শীর্ষ আছে ভারত।পাকিস্তান সাত নম্বরে। ওয়ানডেতে ভারত দ্বিতীয় স্থানে।পাকিস্তান ছয় নম্বরে। টি-২০তে অবশ্য পাকিস্তানই শীর্ষে রয়েছে।ভারতের অবস্থান সেখানে চতুর্থ স্থানে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুশতাক মোহাম্মদ অবশ্য এসব র্যা ঙ্কিং নিয়ে ভাবছেন না। জয়ের মানসিকতা আর খেলোয়াড়দের পারফরম্যান্স মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের হয়ে ৫৭টি টেস্ট খেলা মুশতাক। ভারতের দুর্দান্ত এক ক্রিকেট জাতি হয়ে ওঠার পেছনে একটি কারণ দেখছেন মুশতাক। তিনি মনে করেন ভারতে বেশ মজবুত একটা ক্রিকেট কাঠামো আছে। এ বিষয়ে মুশতাক বলেন, ‘ভারত পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের চেয়ে এগিয়ে আছে। এর কারণ, তারা সুগঠিত একটি ক্রিকেট কাঠামো তৈরি করতে পেরেছে। আর এই কাঠামোতে তারা খুব একটা পরিবর্তন আনে না। এছাড়া ভারতের ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা খেলোয়াড়েরা খুব ভালো বেতন পায়। এভাবে খেলোয়াড়দের খুব শক্তিশালী একটা দল তৈরি করতে পেরেছে।’