ইংল্যান্ডের স্পেশাল ইমিগ্রেশেন আপিল কমিশন বলছে ৩টি প্রাথমিক কারণের ভিত্তিতে শামিমাকে লন্ডনে ফিরতে দেওবার কোনও সুযোগ নেই। কারণ তার রাষ্ট্রহীন হয়ে ওঠার সুযোগ নেই। রায়ে বলা হয়েছে, শামিমার পূর্বপুরুষরা বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। ফলে তার বাংলাদেশের নাগরিকত্ব পাবার সুযোগ রয়েছে, মন্তব্য করে বাংলাদেশে নাগরিকত্ব নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল।এর আগে গত বছর শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেছিলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন শামীমার আইনজীবী। তিনি শামীমাকে বৃটেনে ফেরার সুযোগ দিতেও অনুমতি চান আদালতের কাছে। এ মামলার রায় দেয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট মামলার বিচারকাজ হয় এমন আংশিক গোপন আদালতের একটি ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনও দেশ তার নাগরিককে এভাবে রাষ্ট্রহীন করে ফেলতে পারে না। আর আগেই বাংলাদেশ জানিয়ে রেখেছে শামিমা বাংলাদেশের নাগরিক নন। নাগরিকত্ব লাভের কোনও সুযোগও নেই তার। শামিমাও একাধিকবার বলেছেন, তিনি বাংলাদেশের নাগরিক নন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct