তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ হ্যামিল্টনে ভারতকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। ইডেনপার্কে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামছে কিউয়িরা। সে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে কাইল জেমিসন নামের ৬ ফুট ৮ ইঞ্চির দৈতাকৃতির এক পেসারের। নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন জেমিসন। তবে মাঠে নামার সুযোগ হয়নি। হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেনে দেখা যায়নি তাকে। কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে স্কট কুগেলেইন অসুস্থ হয়ে পড়ায় ওয়ান ডে ক্যাপ হাতে পাওয়ার সুযোগ এসে যায় জেমিসনের সামনে। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এক সপ্তাহের ছুটি নেওয়ায় নিউজিল্যান্ড দলের দায়িত্বে থাকা বোলিং কোচ শেন জুর্গেনসেন জানিয়েছেন, কুগলেইনের ফ্লুর উপসর্গ দেখা দিয়েছে। লেগ স্পিনার ইশ সোধিকে নিউজিল্যান্ড-এ দলের হয়ে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। এই অবস্থায় জেমিসনের আন্তর্জাতিক অভিষেক অবধারিত হয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct