পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অংশতে বাড়ছে আরও একটি থানা ৷ কেন্দ্রের পক্ষ থেকে জঙ্গলমহলের মাও মোকাবিলায় রাখা বাহিনী তুলে নিতেই মেদিনীপুর শহরে থাকা কতোয়ালী থানা ভেঙ্গে সদর ব্লকেরই বাগেরপুকুর এলাকাতে হচ্ছে নতুন গুড়গুড়িপাল থানা ৷ কেন্দ্রীয় বাহিনীর একসময়ের ক্যাম্প কেই নতুন থানা হিসেবে তৈরী করা হচ্ছে ৷
ইতিপুর্ব পশ্চিম মেদিনীপুরে ছিল ২০ টি থানা ও ৮ টি বিভিন্ন ফাঁড়ি ৷ মেদিনীপুর সদর ব্লকে ছিল কতোয়ালী থানা ৷ কাজের ও প্রশাসনিক সুবিধার্থে সেই থানাকে ভেঙ্গে নতুন থানা তৈরী হচ্ছে গুড়গুড়িপাল থানা ৷ মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম গামী রাজ্য সড়কের পাশে বাগেরপুকুর এলাকাতে পঞ্চায়েতের একটি ভবন ছিল ৷ ২০০৯ সালের ২২ শে অক্টোবর সেখানে মাওবাদী মোকাবিলায় বসানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প ৷ ধীর ধীরে সেই ক্যাম্প থেকে বাহিনী তুলে নেওয়া হচ্ছিল ৷ সর্বশেষ সবং উপনির্বাচনের পরেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct