করোনা ভাইরাস আতঙ্ক কাটতে না কাটতেই ফের ভাইরাসজনিত নতুন এক মারণ জ্বরে আতঙ্ক সৃষ্টি করল। তার নাম কঙ্গো ভাইরাস। ভাইরাসজনিত ওই কঙ্গো জ্বরে আক্রান্ত হয়ে মালি দ্বীপে মারা গেল সাতজন। কঙ্গো ভাইরাসের ফলে জ্বরে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মারা গেছেন। এ রোগে আক্রান্ত হলে সাধারণত জ্বরের সঙ্গে রক্তবমি হয়। এ ভাইরাসটি সার্চ জাতীয় ভাইরাস করোনা ভাইরাস থেকেই আলাদা বলে জানিয়েছে মালি কর্তৃপক্ষ।
মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গত মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রোগে আবারও আক্রান্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ারপথে মারা যান। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্চ জাতীয় ‘করোনাভাইরাস থেকে আলাদা। এ ঘটনা তদন্তের জন্য মালি সরকার তদন্ত কমিটি গঠন করেছে। তবে করোনা ভাইরাসের পর এবার কঙ্গো ভাইরাস আর এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct