গত বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সীমান্তের বালাকোটে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়েছিল। ভুড়িয়ে দিয়েছিল পাক জঙ্গি ঘাঁটি। তার এক বছর কাটতে না কাটতেই ফের সেখানে সেনা প্রশিক্ষণ দিচ্ছে পাক জঙ্গি সংগঠন জাইশ ই মুহাম্মদ। ভারতকে নিশানা করতে প্রশিক্ষণ শিবিরে প্রস্তুতি নিচ্ছে ২৭ পাক জঙ্গি। আরের যাবতীয় দেখভালে রয়েছে জঙ্গি প্রধান মাসুদ আজহারের আত্মীয় ইউসুফ আজহার। গোয়েন্দা সূত্রে জানা এই খবর প্রকাশ করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক।
সূত্র জানিয়েছে, কাশ্মীরে পুলওয়ামায় পাক জঙ্গি হানায় ভারতীয় সেনাদের মৃত্যুর পর জবাব দিতে বালাকোট হামলা হয়। তার পর পাকিস্তান দাবি করে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি নেই। অথচ স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। আবার জঙ্গি সক্রিয়তা শুরু হয়েছে বালাকোটে।
সূত্র জানিয়েছে, বর্তমানে জাইশের দায়িত্বে আছে ইউসুফ আজহার। সেখানে ২৭ জন প্রশিক্ষণ নিতে যাওয়া জঙ্গির মধ্যে আটজন পাক অধিকৃত কাশ্মীরের। এদেরকে প্রশিক্ষণ দিতে পাকিস্তানের পাঞ্জাব থেকে দুজন ও আফগানিস্তান থেকে তিনজন সেখানে রয়েছে।
উল্লেখ্য, বহুদিন ধরে বালাকোটে পাক জঙ্গি সক্রিয়তার অভিযোগ তুলে আসছে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct