বাংলাদেশের একটি মন্দিরে হামলা চালানো হচ্ছে, সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন বিজেপি সমর্থকরা। বিগত ২০ জানুয়ারি জগদীশ মুরারি দাস নামে একজন হিন্দু ধর্মপ্রচারক নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করে একই গুজব ছড়ান। তার ওই পোস্ট টুইট করেন বিজেপি সমর্থিত জনসঙ্ঘ দলের প্রতিষ্ঠাতা পরিবারের চয়ন চ্যাটার্জি। বিগত কয়েকদিন ধরেই ওই ভিডিওটি ফেসবুক টাইমলাইন ও টুইটার হ্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু মন্দিরে ‘মুসলিম জিহাদি বাহিনী' এই বর্বর আক্রমণ চালিয়েছে। নাগরিকত্ব আইন সংশোধনী পাস নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। এবং তা পরিস্থিতির আগুনে ঘি ঢালছে। বাংলাদেশে হিন্দুদের ওপর ধর্মীয় নির্যাতন এখনও অব্যাহত রয়েছে, এমন খবর প্রচার করে ভিডিও শেয়ার করে অনেকেই মোদি সরকারের এনআরসিকে সমর্থন জানিয়েছেন। অথচ জানা গিয়েছে, বিষয়টি পুরোটাই ভুঁয়ো। মুসলিম জিহাদি বাহিনী নামে কোনো গ্রুপের অস্তিত্ব ছিল না ওই ঘটনায়। ভিডিওতে দেখা সংঘর্ষটি ছিল ওই মন্দিরের অন্তর্দ্বন্দ্বীয় কলহ। গত ১৭ জানুয়ারি নেত্রকোনার এক ইসকনের মন্দিরে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে এদিন ওই মন্দিরের প্রেসিডেন্ট জয়রাম দাস এক প্রতিক্রিয়ায় বলেন, 'হামলাটিকে নিয়ে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে ভারতে। বিষয়টি আদৌ তেমনটি ছিল না। একটি দেবোত্তর সম্পত্তির জবরদখল ঠেকানোর জন্য মন্দিরের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটে। ২৫জন হিন্দু ও তাদের মদদদাতা কয়েকজন মুসলিম মিলে ওই জমিটি জবরদখল করে রেখেছে। সেই বিষয়টি নিয়েই ঘটনাটি ঘটে। এখানে বাইরের কোনো গোষ্ঠী এসে হামলা চালায়নি। এটি মূলত হিন্দুদের নিজেদের মধ্যে জমিসংক্রান্ত একটি গণ্ডগোল মাত্র।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct