আমাদের দেশে ফুয়েলের মান খুব একটা ভালো নয়। তার ওপর পাম্পে পেট্রোল ভরতে গেলে অনেকসময় তেল চুরির ঘটনা ঘটে। কিছু বিষয় খেয়াল রাখলে এবং কিছু বিষয়ে সচেতন থাকলে গাড়িতে ফুয়েলর নেওয়ার সময় তা চুরি করা ঠেকানো সম্ভব। প্রথমত, পাম্পের মেশিন ডিসপ্লের দিকে লক্ষ রাখুন । অনেকসময় খেয়াল করবেন, পাম্পে ফুয়েল নিতে গেলে একজন ব্যক্তি তেল দিতে আসেন এবং অন্য ব্যক্তি টাকা সংগ্রহ করেন। এই সুযোগে আপনি যখন মিটারের দিকে লক্ষ করছেন না, সে সুযোগে পাম্পের মিটার রিসেট না করে পাম্পের লোক আপনাকে ফুয়েল দেওয়া শুরু করে। প্রতারণা থেকে বাঁচতে আপনি যখন ফুয়েল নিতে পাম্পে যাবেন তখন ফুয়েল নেওয়ার আগে পাম্পে থাকা মেশিনটির ডিসপ্লে মিটারের দিকে লক্ষ রাখুন। তেল দেওয়ার আগে অবশ্যই মিটারটি শূন্য করে নিতে বলুন।এবং পুরো সময় ভালোভাবে লক্ষ রাখুন। অনেক পাম্পেই মিটার টিউনিং করা থাকে। ফলে, আপনি যদি ১০০ টাকার তেল নেন তাহলে ডিসপ্লেতে ১০০ দেখালেও তেল পাবেন কিছুটা কম। বেশিরভাগ মানুষই ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার তেল নিয়ে থাকেন। এই সুযোগটি কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। তারা আগে থেকেই চাহিদা অনুসারে থাকা ডিজিটগুলোতে টিউনিং করে রাখে। তার জন্য ফুয়েল নেওয়ার সময় ১০০ টাকার বদলে ১২৫ বা ১৩০ টাকার, ২০০ টাকার বদলে ২১০ বা ২২০ টাকার অনুপাতে ফুয়েল নিন। একইভাবে লিটারে তেল নিলে সরাসরি ১ লিটার অথবা ২ লিটার না নিয়ে মাপে কিছুটা কম-বেশি করে নিন। ভিন্ন অনুপাতে ফুয়েল নিলে আগে থেকে করে রাখা মিটার টিউনিং এর সম্মুখীন আপনি হবেন না। এছাড়া যিনি ফুয়েল দিচ্ছেন তার হাতের দিকে লক্ষ রাখুন । যিনি আপনার বাইকে ফুয়েল দিচ্ছেন তার হাতের দিকে লক্ষ রাখুন। তিনি যদি ফুয়েল দেওয়ার সময় বার বার হাতের বাটনটি অফ অন করে তবে তাকে নতুন করে ফুয়েল দিতে বলুন। কারণ, বার বার অফ অন করার ফলে আপনি ফুয়েল কম পাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct