দাড়ি-গোঁফ কামানোর সময় আরামের বিষয়টা খুব জরুরি। কিন্তু রেজার দিয়ে শেভিংয়ের সময় মুখ জুড়ে জ্বালাপোড়া দারুণভাবে ভোগায়। এবার এই সমস্যা এড়াতে কিছু পরামর্শ । প্রথমত, দাড়ি এবং ত্বক নরম হলে শেভিং বেশ সহজ হয়ে যায়। শেভ করার আগে সম্ভব হলে মুখে গরম বাষ্পের ভাপ নিন। এতে দাড়ি নরম হয়ে যাবে। এছাড়া গরম জলও ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম জল ত্বক এবং দাড়ি নরম করতে সহায়তা করে এর ফলে রেজার থেকে হওয়া জ্বালাপোড়ার ঝুঁকি হ্রাস পায়। শুষ্ক ত্বকে শেভ করা চরম বিরক্তিকর ও ক্ষতিকর হতে পারে। কারণ এটি সংক্রমণ এবং জ্বালাপোড়ার ঝুঁকি বাড়ায়। শেভ করার আগে ভালো শেভিং ফোম বা জেল ব্যবহার করুন। এটি আপনার মুখে ম্যাসেজ করুন প্রায় ১-২ মিনিট ধরে। এছাড়া সময়ে সময়ে রেজার পরিবর্তন করা উচিত। পুরাতন রেজারগুলোর ব্যবহারে রাশ হতে পারে। কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। এমনটি হলে পুরানোটিকে ফেলে দিন। নতুন একটি ব্যবহার করুন। চাপ দিয়ে শেভ করলে জ্বালাপোড়ার পোড়ার ঝুঁকি বাড়তে পারে। শেভ করার সময় যতটা সম্ভব কম চাপ দেবেন।