লোকসভায় অধিবেশনে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সংসদে সরস্বতী পূজা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন লকেট। পশ্চিমবঙ্গের মানুষকে সরস্বতী পূজা করতে দেওয়া হয় না।এই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন লকেট। এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'পশ্চিমবঙ্গে এমনই অবস্থা যে, সেখানে মানুষকে সরস্বতী পূজা করতে দেওয়া হয় না। ঠিক পাকিস্তানের মতো পরিস্থিতি। সেখানেও হিন্দুদের পূজা করতে দেওয়া হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন। ' বিজেপির এমন অভিযোগ নতুন নয়। আগেও পশ্চিমবঙ্গে পূজা করতে দেওয়া হয় না বলে সরব হয়েছেন শীর্ষস্তরের বিজেপি নেতারা। অমিত শাহ সংসদেও এমন অভিযোগ তুলেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।