আয়েশা বেগম জানান, টিটু চন্দ্রের সঙ্গে তার অবৈধ প্রেমের সম্পর্ক দুই বছর ধরে চলছিল। টিটু ছিল মাদকাসক্ত। প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই তারা শারীরিক মেলামেশা করত। টিটুর মাধ্যমে মোক্তার ও বাবুলের সঙ্গে তার পরিচয় হয় আয়েশার। পরিচয়ের সূত্র ধরে এ দুজনের সঙ্গেও সে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু টিটু তার উপার্জনের টাকা জোর করে নিয়ে যেত। এরই মধ্যে এক লোকের মাধ্যমে জামালের সঙ্গে তার পরিচয় হয়। জামাল তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। তার সঙ্গেও সে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু জামালের সঙ্গে মেলামেশা করা টিটু পছন্দ করত না। ঘটনার রাতে টিটুর কথায়, আয়েশা জামালকে শহরের স্টেডিয়ামের কাছে মোবাইলে ডেকে আনে। সেই সময় মোক্তার ও বাবুল টিটুর সঙ্গে ছিল। জামাল ঘটনাস্থলে আসার পর আয়েশাকে বাড়ি চলে যেতে বলে। পরদিন তার মৃত্যুর খবর পায় সে। জামালকে ডেকে আনলেও খুন করেনি বলে জানায় আয়েশা। কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক আশিকুর রহমানের কাছে 'জামাল হত্যা মামলা'য় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এসব কথা জানান আয়েশা। টিটু চন্দ্র বিশ্বাস তার জবানবন্দিতে বলেন, 'আমি আয়েশাকে ভালোবাসতাম। কিন্তু জামাল আয়েশাকে বিয়ে করতে চায়। তার কারণে আমার প্রেম শেষ হয়ে গিয়েছিল। তাই আয়েশাকে দিয়ে তাকে ঘটনার রাতে খবর দিয়ে ঘটনাস্থলে আনি। সে আসার পর আয়েশাকে বাড়ি পাঠিয়ে তিনজনে মিলে তাকে ছুরি দিয়ে হত্যা করি। মোক্তার জামালের পুরুষাঙ্গ কেটে আলাদা করে। আমি ও বাবুল মিলে তাকে একাধিক ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct