এবছর থেকে হজযাত্রীদের ভরতুকি তুলে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এ কথা জানিয়েছেন।নাকভি বলেন এ বছর রেকর্ড সংখ্যক হজযাত্রী ভারত থেকে হজে যাবেন। সেই সংখ্যা হল এক লক্ষ ৭৫ হাজার।
নাকভি বলেন, সরকারের দেওয়া ভরতুকি থেকে মুসলিম হজযাত্রীরা কোনও উপকার পেত না। কিন্তু আমরা উন্নয়নে বিশ্বাসী। সেজন্য এই ভরতুকির টাকা মুসলিম মেয়েদের শিক্ষা উন্নয়নে কাজে লাগানো হবে।
তিনি আরও জানান, ২০১৮-২০২২ সালের নতুন নীতির জন্য যে রূপরেখা তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। হজ নীতি মূল্যায়নে তৈরি প্যানেলকে এই রূপরো তৈরি করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct