সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। পরে মৃত বাঘটির ময়নাতদন্ত শরণখোলা রেঞ্জে সম্পন্ন হয়। কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আরেফিন সিদ্দিকি জানান, গত সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালে নিয়মিত টহলকালে বনরক্ষীরা মৃত বাঘটি উদ্ধার করে। বাঘটির বয়স আনুমানিক ২০ বছর। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘের মরদেহটি পচে দুর্গন্ধ আসছিল। পরে বাঘটির ময়নাতদন্ত শেষে রেঞ্জ সংলগ্ন এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। বাঘটির পেছনের অংশ কুমিরে খেয়েছে বলেও দাবি করেন তিনি। মৃত বাঘটির ময়নাতদন্ত শেষে বলা হচ্ছে, বাঘটি আড়াই থেকে তিনদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা যায়। ফিমেল প্রজাতির বাঘটির সামনের অংশের পচা-অর্ধগলা অঙ্গগুলো সংরক্ষণ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct