মৎস্য ও প্রাণিসম্পদ সূত্রে জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর করজারভেশন অব নেচার হিসাব অনুযায়ী মিষ্টি জলে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তির মুখে আছে। এর মধ্যে ৯টি অতি বিপন্ন, ৩০টি বিপন্ন এবং ২৫টি শঙ্কাগ্রস্ত। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৭২৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত কাপ্তাই লেকে প্রায় ১৩ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অবাধ প্রজনন ও বিলুপ্তির পথে মাছ রক্ষার জন্য মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাই লেকে সাতটি অভয়াশ্রম ও ছয়টি ভাসমান মোবাইল মনিটরিং সেন্টার তৈরি করেছে। এসব অভয়াশ্রম থেকে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। ভাসমান মোবাইল মনিটরিং সেন্টারের মাধ্যমে অভয়াশ্রমগুলোর পাহারা নিশ্চিত করা হচ্ছে। এতে কাপ্তাই লেকে বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি রক্ষার পাশাপাশি মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে স্থাপিত ৪৩২টি অভয়াশ্রম সুফলভোগীদের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct