এবার পাকিস্তান সফরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও দেখতে চান শহীদ আফ্রিদি। এবারে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সব ম্যাচও নিজ দেশের মাটিতেই আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে পাকিস্তান এখন ক্রিকেট আয়োজনের জন্য নিরাপদ বলেই দাবি পিসিবি কর্তাদের। আর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট ফেরানোর সবচেয়ে সেরা সময় বলে মনে করছেন আফ্রিদি। ২০১২ সালের পর আর দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান। যদিও আইসিসির টুর্নামেন্টগুলোতে দুই দলের সাক্ষাৎ হয়, কিন্তু ২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফর থেকে বিরত থেকেছে ভারত। এরপর ২০১৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান দল। কিন্তু ২০১৮ এশিয়া কাপের আসর পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিতে বাধ্য হয় পিসিবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'পিএসএল-এর সবগুলো ম্যাচ পাকিস্তানে আয়োজন করা একটি ভালো উদ্যোগ। তাছাড়া বাংলাদেশ এখানে সফর করেছে, এমনকি টেস্ট খেলতেও আসবে। এর ফলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যে ভালো সেটা পরিষ্কার। আমি অপেক্ষায় আছি ভারত কবে পাকিস্তানে এসে একটি সিরিজ খেলে যাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct