দীর্ঘ চার মাস দেশের মানুষকে ভুগিয়ে ক'দিনের জন্য ১০০ টাকার নিচে নেমেছে পেঁয়াজের কেজি। এদিকে, চালের বাজারেও রয়েছে অস্থিরতা। গত দশ দিনে পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় দাম বেড়েছ ১০০ থেকে ১৫০ টাকা। আর খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা পর্যন্ত। তাছাড়া দু'একটি সবজি বাদে অধিকাংশের দাম ৫০ টাকার ওপরে। তবে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে সব ধরণের মাছের। মুরগি, ডিম এবং সব ধরণের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে হঠাৎ করেই দেশি নতুন পেঁয়াজ কেজি ১৮০ টাকায় উঠে যায়। পরে কয়েক দফায় দাম কমে চলতি মাসের প্রাথমদিকে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকায় নামে। প্রায় দুই সপ্তাহ স্থির থাকে পেঁয়াজের দাম। এদিকে কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ২০-৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার মতো চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। গত সপ্তাহে ৫০-৭০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। আগের সপ্তাহের মতো বাজার ও মানভেদে পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা।