সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। ফেসবুক কর্তৃপক্ষ এবার চালু করল নতুন টুল ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল। এই নতুন ফিচারে ফেসবুক থেকে তৃতীয় পক্ষ হিসেবে কোনো সাইট বা অ্যাপ যেসব তথ্য সংগ্রহ করে তা রক্ষা সম্ভব হবে। ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক থেকে যেসব সাইট বা অ্যাপ তথ্য শেয়ার করেন, তার নিয়ন্ত্রণ বা মুছে ফেলা যাবে সহজেই। ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল সম্পর্কে ফেসবুক জানিয়েছে, কোনো ওয়েবসাইট বা অ্যাপে আপনার কার্যক্রম সম্পর্কিত তথ্য ফেসবুকের সঙ্গে বিনিময় করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারে। ফলে ব্যবহারকারী নিজের স্বার্থে ফেসবুক লাগাতে পারবেন।
এবার জেনে নেই কিভাবে ব্যবহার করবেন অফ-ফেসবুক।
অ্যাকটিভ করতে হলে ফেসবুকে লগইন করে সেটিংস অপশনে যান। সেটিংস থেকে ইওর ফেসবুক ইনফরমেশনে যান। সেখান থেকে অফ-ফেসবুক অ্যাকটিভিটি নির্বাচন করুন। সরাসরি যাওয়ার লিংক (https://www.facebook.com/off_ facebook_activity/)
এখানে আপনাকে ফেসবুকের ট্র্যাকিং সম্পর্কিত নানা ব্যাখ্যা দেখানো হবে। আপনার ব্যবহার করা কিছু ওয়েবসাইট ও অ্যাপ এখানে ব্যানারে তুলে ধরা হবে। ওই অ্যাপের আইকনে ক্লিক করে ইউজারের বিস্তারিত জানতে পারবেন। ওই তালিকায় তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) কাছ থেকে ফেসবুকের পাওয়া গত ১৮০ দিনের কার্যক্রমের বিষয়গুলো প্রদর্শিত হবে। ‘ক্লিয়ার হিস্টোরি’ ক্লিক করে এসব তথ্য মুছে ফেলতে পারবেন। আর ট্র্যাকিং বন্ধ করতে হলে মেন্যু থেকে ‘ম্যানেজ ইওর অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ অংশে গিয়ে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ বন্ধ করে দিলে ভবিষ্যতে ফেসবুক আর কার্যক্রম সংরক্ষণ করবে না। তবে এটি ফেসবুককে তৃতীয় পক্ষের তথ্য পাঠানো বন্ধ করবে না। তাই নতুন ফিচার ফেসবুক ব্যবহারকারীদের কাছে এক বড় পাওনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct