আবার আলোচনার শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার। তার জামাই জেরার্ড কুশনারের সঙ্গে নাকি মিডিয়া জায়েন্ট রুপার্ট মারডকের প্রাক্তন স্ত্রী ওয়েন্ডি ড্যাং মারডকের বিশেষ সম্পর্ক রয়েছে।আর সেই সম্পর্কের সুযোগ নিয়ে চিনকেরুপার্ট মারডকের প্রাক্তন স্ত্রীবিশেষ ফায়দা করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।এ বিষয়টি নিয়ে মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নালখবর প্রকাশিত করেছে।ওই খবরে বলা হয়েছে,এই অভিযোগ সম্পর্কে গত বছরের জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাএফবিআইট্রাম্পের জামাই জেরার্ড কুশনারকে সতর্ক করেছিল।
কুশনারের বিরুদ্ধে অভিযোগ হল, ড্যাং মারডক ওয়াশিংটনে চিনের টাকায় বিশেষ ভবন তৈরি করতে চাইছেন।প্রায় ১০ কোটি ডলারের অর্থায়নে মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসের পাশে একটি বাগান গড়ে তোলা হবে বলে জানা গেছে। তাই এফবিআই সতর্ক করেছে, এই বাগান এবং এর অভ্যন্তরে স্থাপনা গড়ে উঠলেআমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করবে। কারণ বাগানের ভেতরে নির্মিতব্য ৭০ ফুট লম্বা একটি টাওয়ার থেকে আশপাশের এলাকায় নজরদারি চালানো হতে পারে বলে আশঙ্কা করছে এফবিআই।উল্লেখ্য, ড্যাং মারডক ১৯৯৯ সালে রুপার্ট মারডককে বিয়ে করেন। ২০১৩ সালে তাদের মধ্যেবিচ্ছেদ ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct