সন্ত্রাসবাদে যুক্ত থাকার অপরাধে মিসরে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে দেশটির স্পেশাল ফোর্সেসর প্রাক্তন কর্মকর্তা হিশাম আল আশ্মাভিও রয়েছেন। মিসরের সময় রবিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। মিসরের সামরিক বাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে লিবিয়া সীমান্তের কাছে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ সদস্যকে হত্যা করা হয়। ওই হামলার ষড়যন্ত্রসহ বিভিন্ন মামলায় হিশাম আল আশ্মাভি অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ২০১৪ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের কাছে আনুগত্য স্বীকারের আগে হিশাম সিনাইভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিসের নেতৃত্ব দেন। পরে ২০১৮ সালে লিবিয়ার একটি শহরে ধরা পড়েন। ২০১৯ সালের মে মাসে তাকে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী খলিফা হাফতার বাহিনীর মাধ্যমে দেশে পাঠানো হয়। আদালতের আদেশে বলা হয়েছে, হিশামের সঙ্গে আরও ৩৬ জনকে সন্ত্রাদবাদে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন এ মামলাগুলো দেশটির গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ইসলামি আইন কর্মকর্তার কাছে পাঠানো হবে। দেশটির আইন অনুযায়ী, সর্বোচ্চ সাজা কার্যকরের আগে মামলাগুলো তার কাছে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct