মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে কঠোর সমালোচনা করলেন বীরেন্দ্র শেহবাগ। তিনি জানান, রোটেশন পলিসির অজুহাতে সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার আগে কোনো রকম আলোচনা করতেন না ধোনি। শেহবাগ বলেন, 'ধোনি অস্ট্রেলিয়ায় গিয়ে বলেছিল, ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন মন্থর গতির ফিল্ডার। যদিও এই বিষয়ে আমাদের সাথে কোনো বলা হয়নি। আমরা মিডিয়া থেকেই এসব কথা জানতে পারি। ধোনি সংবাদিক সম্মেলনে বলেছিল, আমরা স্লো ফিল্ডার, যদিও টিম মিটিংয়ে কোনোদিন ধোনিকে এমন কথা বলতে শুনিনি।' বিস্ফোরক মন্তব্যের পর বীরু আরও বলেন, 'আমাদের টিম মিটিংয়ে আলোচনা হতো, রোহিত শর্মাকে নিয়ে। নতুন ক্রিকেটার রোহিতকে খেলানোর প্রয়োজনীয়তা বলা হতো। সেই কারণেই রোটেশন নীতি প্রয়োগ করার কথা বলা হয়েছিল। যদিও এখন এটা ঋশভ পান্তের ক্ষেত্রেও হয়ে থাকে, সেটা ভুল।' পান্তকে বসিয়ে দেওয়ার কারণেই বিরাটের সমালোচনা করে শেহবাগ বলেছিলেন, 'ঋষভকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে কীভাবে ও রান করবে? যদি শচিন টেন্ডুলকারকেও বাদ দেওয়া হয়, তাহলে শচিনও রান করতে পারতেন না। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct