টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের উদ্বুদ্ধ করতে শুভেচ্ছা দূত নিয়োগ করতে চলেছে আয়োজকরা। সাধারণত দেশের হয়ে অতীতে অলিম্পিকে পদক জেতা কিংবা দেশের সেরা ক্রীড়াবিদ অথবা অন্য কোনো পেশার ব্যক্তিদেরই এই শুভেচ্ছা দূত হিসেবে দলের সঙ্গে নেওয়া হয়। তবে এবারে টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম শুভেচ্ছা দূত হিসেবে ভাবা হচ্ছে সৌরভ গাঙ্গুলীর নাম।বিসিসিআই সভাপতি সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।তাদের ধারণা, সৌরভ দেশের সব ক্রীড়াবিদের কাছে উদাহরণ। বিরাট বড় অনুপ্রেরণা। তাঁকে দৃষ্টান্তমূলক এক নেতা হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে পেলে অলিম্পিকে ভারতীয় দল দারুণ উপকৃত হবে। সৌরভ অলিম্পিকে শুভেচ্ছা দূত হিসেবে যাবেন কিনা, সেটি এখনো জানা যায়নি। তবে সৌরভ এই প্রস্তাব একশো শতাংশ গ্রহণ করবেন। অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হওয়াটা যথেষ্ট সম্মানের। রিও অলিম্পিকে টেন্ডুলকার, সালমান খান কিংবা অভিনব বিন্দ্রারা আনন্দের সঙ্গেই পালন করেছিলেন শুভেচ্ছা দূতের দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct