ধর্ষণের পর যদি সেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় ধর্ষণকারী, তাহলে তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করা হবে। এমনই বিতর্কিত এবং অমানবিক বিল পাশ হতে চলেছে তুরস্কে। এমন খবর প্রকাশ্য আসার পর তুরস্কের মানবাধিকার এবং মহিলা অধিকার সংগঠনগুলো এই প্রস্তাবিত আইনের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এই আইন প্রণয়নের অর্থ দাঁড়ায় ধর্ষণকে আইনি বৈধতা দেওয়া। সম্প্রতি তুরস্কের শাসক দলের সাংসদরা প্রস্তাবিত এই আইনটিকে সমর্থন জানান। এই আইনে অপ্রাপ্তবয়স্ক কোন মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে একটি মাত্র শর্তে ক্ষমা করার কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত এই বিল অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিটি ধর্ষিতাকে বিয়ে করলে ধর্ষকের সাজা মকুব করা হবে এবং তার শাস্তি খারিজ হয়ে যাবে। যদিও তুরস্ক সরকারের তরফে জানান হয়েছে, এই আইনের উদ্দেশ্য হল, যারা না বুঝেই অল্পবয়সী কোনও মেয়ের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছে তাদের বিয়ে করার সুযোগ দেওয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct