করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। তার মধ্যে ফের আর এক অশনি সংকেত দেখা দিল চিনে। সেখানে অজানা ভাইরাসের বার্ড ফ্লু মহামারীর আকার নিতে চলেছে। বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির ১৭ হাজার ৮২৮টি মুরগি মেরে ফেলা হয়েছে। যদিও মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে এমন খবর এখনো মেলেনি।
সংবাদ সংস্থা সূত্র বলছে, চীনের ইউহান প্রদেশে করোনা ভাইরাস থাবা বসালেও সেখানে বার্ড ফ্লু হানা দেয়নি। হানা দিয়েছে হুনান প্রদেশে। এইচ৫এন১ ভাইরাসজনিত বার্ড ফ্লু'র কবলে পড়ে মহামারীর আকার নিতে শুরু হয়েছে।
এ ব্যাপারে শনিবার চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি পোল্ট্রি ফার্মে এইচ৫এন১ ভাইরাসজনিত বার্ড ফ্লু'র প্রাদুর্ভাব দেখা দেয়। ৭ হাজার ৮৫০ মুরগির ওই ফার্মে ৪ হাজার ৫ শ মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। চিনের বার্ড ফ্লুরচারিয়ে পড়ে ভারতেও বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পর। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পোল্ট্রি ফার্মের মুরগি মারা যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ সহ দেশের অন্যান্য প্রদেশের পোল্ট্রি ফার্মগুলিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct