প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেসাম্মানিক‘ডিলিট’ ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সামাজিক অবদান ও বাংলাদেশের বিশেষ বন্ধু হিসেবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দেয়া হয়।এদিন ‘ডিলিট’ িডিগ্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে।
যদিও এদিনবেলা ১১টা নাগাদ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান প্রণব মুখার্জি। তাকে স্বাগত জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জিসহ আরও অনেকে।বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তারপর তিনি দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি প্রণব মুখোপাধ্যায়কে সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct