আর মাস ছয়েকও। আমি নেই অলিম্পিকের। আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হলেন সৌরভ গাঙ্গুলি। এবার অলিম্পিক হবে জাপানের রাজধানী টোকিওতে। সেখানেই ভারতের অলিম্পিক শুভেচ্ছা দূত হিসেবে যাবেন সৌরভ। এর আগে ভারতের অলিম্পিক শুভেচ্ছা দূত হয়েছেন শচীন তেন্ডুলকর, সলমান খান, অভিনব বিন্দ্রা প্রমুখ। ইতিমধ্যে সৌরভকে শুভেচ্ছা দূত হিসেবে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। সেই পদাধিকার ও ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য এই আমন্ত্রণ সৌরভকে। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবে অনেকে আবার সৌরভের এই শুভেচ্ছা দূত হওয়ার পিছনে অমিত শাহের রাজনীতি কাজ করছে বলেও ধারণা করছে। কেউ কেউ বলছেন ২০২১ শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে সৌরভকে নিয়ে জাতি দলমত নির্বিশেষে স্বচ্ছ ব্যক্তি হিসেবে তুলে ধরা যায় তাহলে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে অসুবিধা হবে না বিজেপির। যদিও সৌরভ বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। তবে, সৌরভকে অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত করা নিয়ে কোনো মন্তব্য করেননি মহারাজ স্বয়ং। কিন্তু জল্পনা উস্কে দিয়েছে এই বলে যে, বিজেপি তাকে মুখ্যমন্ত্রী বিশ্বে প্রজেক্ট করবে বলেই এতটা সম্মান দিতে এগিয়ে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct