রাজস্থান থেকে উদ্ধার করা হয়েছে মুঘল সম্রাট আকবরের আমলের একটি কুরআন। যেটা সোনার হরফে লেখা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজস্থান পুলিশ জানিয়েছে, আনুমানিক ১৬ কোটি টাকায় এই কুরআনটি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল। তবে সেটি বাংলাদেশে কার কাছে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তা জানতে গ্রেপ্তার করা ব্যক্তিকে জেরা করা হচ্ছে। সব মিলিয়ে ১০১৪ পাতার ওই কুরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার কুরআনসহ গ্রেপ্তার করা হয় তৃতীয় ব্যক্তিকে। এ বিষয়ে জয়পুর ডেপুটি পুলিশ কমিশনার রাজীব পাচার জানান, গত বছর ভিলওয়ারা জেলার এক বাসিন্দা যোগেন্দ্র সিং মেহতা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার হেফাজতে থাকা একটি বহুমূল্য কুরআন কয়েকজন ব্যক্তি ছিনতাই করে নিয়ে পালিয়ে গিয়েছে।মেহতার পূর্বপুরুষেরা সম্রাট আকবরের কাছ থেকে দান হিসাবে ঐতিহাসিক মণ্ডলগড় কেল্লা পেয়েছিলেন। সেখানেই সোনার অক্ষরে লেখা ওই কুরআন শরিফটি তিনি পান। বন্ধু ও আত্মীয়স্বজনের মাধ্যমে তিনি সেটি বিক্রি করার চেষ্টা করছিলেন।