আইপিএলে 'মানকড় আউট' করে গোটা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালের যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা 'মানকড় আউট' করেছিলেন। এবার সেই বিতর্কিত 'মানকড় আউট'-এর ঘটনা ঘটল যুব বিশ্বকাপে। আর সেটা ঘটালেন আফগানিস্তানের যুব ক্রিকেটাররা। চলতি যুব বিশ্বকাপে সংঘটিত এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। বেনোনিতে আগে ব্যাট করে ১৮৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে পাকিস্তান দারুণ ব্যাটিং করছিল। ওপেনার হুরাইরা ব্যাট করছিলেন ৭৬ বলে ৬৪ রানে। জয়ের জন্য ১৩৪ বলে পাকিস্তানের দরকার ৬৩ রান, হাতে ৭ উইকেট। এমন সময় বল ডেলিভারি করতে গিয়ে নূর হুরাইরাকে মানকড় আউট করে বসেন। ১৫ বছর বয়সী নূরের এই কাণ্ডের পরেও পাকিস্তান ৬ উইকেটে জিতে গিয়েছে। কিন্তু এই আউটের নিয়ম নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। ক্রিকেটারদের শেখার জন্য যে টুর্নামেন্টের আয়োজন সেটা জেতার জন্য ক্রিকেটীয় চেতনার বাইরের এইসব ঘটনার নিন্দা জানাচ্ছেন সবাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct