মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ছটি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার মধ্যে বেশ কয়েকটি মুসলিম দেশ ছিল। তখন, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল অভিবাসী বা শরণার্থী প্রশ্নে। এবার নিরাপত্তা ইস্যুতে ৬ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই যে ছটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় তার মধ্যে রয়েছে মায়ানমারও। নতুন যে সব দেশের বিরুদ্ধে ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করেছেন তার মধ্যে রয়েছে ইরিত্রিয়া, কিরগিজস্তান, নাইজেরিয়া ও। এছাড়া মায়ানমারের যেসব নাগরিক আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে। এছাড়া সুদান এবং তানজানিয়াকেও আর ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি দেবে না যুক্তরাষ্ট্র। তবে নিষেধাজ্ঞা র আওতাভুক্ত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসা ছাড়া আমেরিকায় ভ্রমণে বাধা নেই। এই বিষয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চ্যাড উলফ জানান, নিষেধাজ্ঞার আওতায় পড়া ৬টি দেশ মার্কিন নিরাপত্তা এবং তথ্য প্রদান সংক্রান্ত নিয়মাবলি মেনে চলতে পারেনি। চ্যাড উলফ বলেন, এই দেশগুলো বেশিরভাগক্ষেত্রেই সাহায্য করতে চেয়েছে। তবে বিভিন্ন কারণে তারা আমাদের বেঁধে দেয়ার সর্বনিম্ন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য, এর অোগে যেসকল দেশের নাগরিকদের বিরুদ্ধে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি হল ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। এছাড়া উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct