অল্পের জন্য রক্ষা পেল আফগানিস্তানে ভারতীয় দূতাবাস।সোমবার আফগানিস্তানেররাজধানীকাবুলেভারতীয়দূতাবাসকে নিশানা করেরকেটহামলাহয়েছে।রকেট হামলায়দূতাবাসেরএকাংশক্ষতিগ্রস্তহলেও কেউ হতাহত হয়নি।জানা গেছেদূতাবাসেরকর্মীরাএখন নিরাপদেরয়েছেন। এই ঘটনার কথা স্বীকার করে ট্যুইট করেছেনবিদেশ মন্ত্রীসুষমাস্বরাজ। তিনিজানিয়েছেন, কাবুলদূতাবাসেরচ্যান্সারিকম্পাউন্ডেএকটিরকেটহামলা হয়েছে।যদিওকেউহতাহতহয়নি।ভারতীয়কূটনীতিকওদূতাবাসকর্মীরাসবাইনিরাপদরয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানিয়েছেন, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসটি।উল্লেখ্য, ২০০৮সালেএকটিগাড়িবোমাবিস্ফোরণেদূতাবাসেরদুইকর্মকর্তা, দুইনিরাপত্তাকর্মীএবংএকআফগানগাড়িচালকনিহতহয়েছিলেন।