গণতান্ত্রিক দেশে সরকার বিরোধী আন্দোলন এখন হুমকির মুখে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শিশু ছাত্রছাত্রীরা নাটক অভিনয় করে দেশদ্রোহর অভিযোগে দুষ্ট হচ্ছে। বাদ যাচ্ছে না তাদের শিক্ষক, বাবা মা-ও। কর্নাটকের একটি স্কুলে দিন কয়েক আগে চতুর্থ পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি নাটক অভিনীত করেছিল। সেই নাটকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়। কিন্তু ওই নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হেয় করা হয়েছে অভিযোগ তুলে নালিশ জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী নিলেশ রাকশালা। আরো অভিযোগ করেন এই ধরনের নাটক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট স্কুল, শিক্ষক ও অভিভাবকদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৫০৪, ৫০৫(২), ১২৪এ ও ১৫৩এ ধারায় মামলা করা হয়। তারপর কর্নাটকের বিদার শহরের শাহিন গ্রূপের ওই স্কুলের চেয়ারম্যান ড. আবদুল কাদির আগাম জামিন নেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে সব ছাত্রছাত্রী অভিনয় করেছিল তাদের বাবা মা ও স্কুলের শিক্ষককে গ্রেফতার শুরু হয়। পুলিশ গ্রেফতার করেছে এক ছাত্রীর মা নাজমুন্নেসা (২৬) ও প্রধান শিক্ষিকা ফরিদা বেগমকে(৫২)। বিজেপি সরকার পরিচালিত কর্নাটক সরকার সিএএ আন্দোলনকারীদের রেহাই দিতে চাইছে না, সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে যেখানে শিশু পড়ুয়ারা সিএএ বিরোধী নাটক করেছে তার মধ্যে অপরাধ কোথায়। সাংস্কৃতিক প্রতিবাদ কি অন্যায়, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct