আপনি সার্চ ইঞ্জিন গুগলে যাই সার্চ করুন না কেন, গুগল তা সবই সংরক্ষণ করে রাখে। এ বিষয়ে গুগলের বক্তব্য, তারা সার্চ ফলাফলের মানোন্নয়নের জন্য এমনটা করে। কিন্তু এর ফলে আপনি যা সার্চ করেছেন গুগল সেই সুত্র ধরেই আপনার কাছে বিজ্ঞাপন দেখাবে। আবার ব্যবহারকারীর সার্চ করার ধরন অনুযায়ী ফলাফল দেখায়। যদিও অনেকেই আছেন যাঁরা চান না গুগল তাদের তথ্য সংরক্ষণ করে রাখুক। এই তথ্য ‘সার্চ হিস্ট্রি' নামে পরিচিত। এই সুবিধাটি বন্ধ করার ব্যবস্থা করে রেখেছে গুগল। উইন্ডোজ বা ম্যাক—কম্পিউটারে যেকোনো ব্রাউজার থেকে মাইঅ্যাক্টিভিটি.গুগল.কম/মাইঅ্যাক্টিভিটি ঠিকানার ওয়েবসাইটে যান। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইন হয়ে গেলে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি তে ক্লিক করুন। পাশে থাকা টগল বোতাম চেপে পরিষেবা বন্ধ করুন। এই অংশ থেকে অবস্থান এবং ইউটিউবে কিছু খোঁজার তথ্য সংরক্ষণ করার পরিষেবা বন্ধ করা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct