আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আমেরিকার হস্তক্ষেপ বন্ধ হলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে জানালেন, ইরানের সর্বোচ্চ নেতার বিদেশমন্ত্রক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।জাতিসংঘ মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামাতোর সাথে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেছেন ড. বেলায়েতি। সেই সময় তিনি আফগানিস্তানের সমস্ত দল ও সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর বিশ্বাস, আফগানিস্তানের নতুন সরকার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবে। এ বিষয়ে তিনি বলেন, ' আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে ইরান সবসময় সমর্থন দিয়ে এসেছে। সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ আফগানিস্তানের জনগণের ইচ্ছার ভিত্তিতে সরকারের নেতৃত্বে হতে হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct