হ্যামিলিন ছিল জার্মানির হ্যানোভারের ৩৩ মাইল দক্ষিণের ছোট এক শহর। ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহরবাসীর আবেদনে এক রহস্যময় বাঁশিওয়ালা বাঁশির মধুর সুরে শহরের সব ইঁদুরকে আকৃষ্ট করে ওয়েজার নদীতে ফেলে দিয়েছিলেন। এবার সেই ইঁদুরের সুরক্ষায় সেতু তৈরি করেছে জার্মান কর্তৃপক্ষ। পাসাও শহরে একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে ইঁদুরের বাসস্থানের ক্ষতি হয়েছে। তাই ইঁদুরের কথা বিবেচনা করা বাইপাসের উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। যদিও ব্রিজটি ইঁদুরের ব্যবহারের জন্য কতটা উপযোগী তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ, ব্রিজটি ব্যবহার করতে ইঁদুরকে ২৩ ফুট উঁচুতে উঠতে হয়। তারপর ৬৬ ফুট রাস্তা পার হতে হয়। ইঁদুরেরা এমন সেতু কতখানি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জার্মান করদাতাদের সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct