বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা মানুষের গড় আয়ু কমাতে অনেকটাই ভূমিকা রাখছে ।বাতাসের বিষ যে মানুষের আয়ু হ্রাস করছে এমনটা পরিবেশকর্মী থেকে চিকিৎসকদের একাংশ বারবারই বলছেন। তবে সেই দূষণ কীভাবে মানুষের আয়ু কমাচ্ছে, তা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন একটি পরীক্ষায়। সমীক্ষাটি চালিয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের (এপিক ইন্ডিয়া) । জানা গিয়েছে, বাতাসের দূষণ ও মানুষের আয়ুর উপর তার প্রভাব নিয়ে একটি নতুন সূচক চালু করেছে এপিক ইন্ডিয়া। একে বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স বা একিউএলআই। কলকাতায় অনুষ্ঠিত একটি কর্মশালায় ওই সংস্থার সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর আশীর্বাদ স্নেহদীপ রাহা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct