আগামী ২৫ বছরের মধ্যে আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিসেবে পরিণত হবে মুসলিমরা্। আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এক রিপোর্টে বলেছে, ২০৪০ সালের মধ্যে ইহুদিদের টপকিয়ে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হবে মুসলিমরা। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। বর্তমানে আমেরিকার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে ইহুদিরা। জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের পরেই তাদের অবস্থান। কিন্তু পিউ রিসার্চের গবেষণা অনুসারে, ২০১৭ সালে আমেরিকায় বসবাসকারী মুসলিমের সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১.১ শতাংশ। এই হিসাব অনুসারে, মুসলিমরা যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। তবে ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ইহুদিদের চেয়ে সংখ্যায় বেশি থাকবে মুসলিমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct